Read more
যবের ছাতুঃ-
✎ আপনাদের যবের ছাতু কি তালবিনা হিসেবে খাওয়া যাবে?
উত্তরঃ- জী, তালবিনার মুল উপাদানই হচ্ছে যব বা যবের ছাতু । যবের ছাতুর সঙ্গে দুধ এবং মধু মিশালেই তালবিনা হয়ে যায়।
✎ আপনারা কি যব ভেজে ছাতু তৈরী করেন?
উত্তরঃ- জী, যব ভেজেই ছাতু তৈরী করা হয়। আপনি রান্না ছাড়াই খেতে পারবেন।
✎ আপনাদের যবের ছাতু কতদিন ভালো থাকবে?
উত্তরঃ- ২ থেকে ৩ মাস ভালো থাকবে।
✎ যবের ছাতু কি কি প্রসেসে খাওয়া যেতে পারে?
উত্তরঃ- অনেকেই এটা তালবিনা হিসেবে খেয়ে থাকে! আপনি চাইলে
দুধ কলা, আম এর সাথে মিশিয়েও খেতে পারেন। আপনি চাইলে শরবত হিসেবেও খেতে পারেন। সেক্ষেত্রে দুধ বা পানিতে ৩/৪ চামচ যবের ছাতু, পরিমাণ মতো মধু অথবা গুড় এবং সামান্য পিংক সল্ট মিশিয়ে খেতে পারেন।
✎ যব আর গম কি এক?
উত্তরঃ- না, যব এবং গম দুটি আলাদা খাদ্য শস্য।
✎ কিভাবে সংরক্ষণ করবো?
উত্তরঃ- বাতাস ঢুকবে না এরকম টিন বা প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে রাখা জরুরী না।
0 Reviews